ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো: নকিবুল হুদা বলেছেন, জনগণ যদি তাকে সুযোগ দেন তবে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার বিকেল ৪টায় ছলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত সভায় তিনি বলেন, উপজেলার বিভিন্ন বাজারের সংস্কার ও মানোন্নয়ন করা হবে। জনগণের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার না করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরকে আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করা হবে। নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবায় আত্মনিয়োগ করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মাদ আবুল বাশার, সেক্রেটারি মো: শামীম নূর ইসলাম ও পৌর সভাপতি সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো: এরশাদ উল্লাহ।
স্থানীয়রা জানান, প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে।ফারজানা রশীদ ঢালী নিউজ ডেস্ক। সালদা নিউজ টিভি ডেস্ক, বিজানা টিভি নিউজ ডেস্ক।