নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম নয়নপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস ভর্তি বিভিন্ন প্রকারের মদের চালানসহ সুমন নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্ৰামের জয়নাল মিয়ার ছেলে সুমন মিয়া।
এস আই ফারুক হোসেন যোগদানের পর থেকে একের পর এক মাদকবিরোধী অভিযান চালিয়ে কসবায় চোরাচালানিদের আতঙ্কের কারণ হয়ে উঠেছেন।
কসবা থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল কাদের বলেন, মাদকের সাথে কোনো আপোষ নেই—এই নীতিতে তিনি ও তার টিম কাজ করছেন। ফলে প্রতিদিনই নতুন নতুন মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়ছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল কিদের জানান। তিনি বলে মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই।







