
স্টাফ রিপোর্টার বিজনা টিভি :
আজ মঙ্গলবার কসবা উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্যার, জেলা শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা কলকারখানা পরিদর্শকসহ একদল ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ সময় কসবা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা ইঞ্জিনিয়ার, পিআইও, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কসবা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিরা পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ফারজানা রশীদ ঢালী নিউজ ডেস্ক।