ষ্টাফ রিপোরটার কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকার কদমতলী কোরআন চত্বরের পাশ থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সুমন মিয়া। তিনি কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তরপাড়ার রুক্কু মিয়ার ছেলে।
কসবা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়। এসময় সুমনের কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আতিকুর রহমানের তত্ত্বাবধান এবং কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে কসবা থানা পুলিশ। ফারজানা রশীদ ঢালী নিউজ ডেস্ক।